ঝিনাইদহরে মহেশপুর সীমান্তে চোরাইপথে আনা ক্যান্সারের ওষুধের বিশাল এক চালান জব্দ করেছে ৫৮ বিজিবি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মাটিলা সীমান্ত থেকে সাড়ে ৫৬ লাখ টাকার এস ওষুধ জব্দ কর হয় ।
মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে পাচারকারীদল বড়সড় একটি চালান আনবে। সে অনুযায়ী সীমান্ত পিলার-৫২/২২-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের সরিষা ক্ষেত্রের মধ্যে হতে অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় নিম্নেবর্ণিত ১০,১১০ পিচ বাংলাদেশি বিভিন্ন প্রকার ক্যান্সার রোগের ঔষধ ভারতে পাচারকালে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ঔষধ এর আনুমানিক মূল্য-৫৬,৪৭,৮০০/- (ছাপ্পান্ন লক্ষ সাতচল্লিশ হাজার আটশত) টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সবুজদেশ/এসইউ