মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে মঞ্জয় কুমার (৩৫) নামের ১ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার ভোর রাতে উপজেলার জুলুলী সীমান্তের মাটিলা থেকে তাকে আটক করা হয়।
সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার কুলিয়া গ্রামের সুশান্ত কুমারের ছেলে।
খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, বুধবার ভোর রাতে জলুলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে ১ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে জানতে পারে সে বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়ানোর জন্য বাংলাদেশে আসে। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।