ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে।

ফাইল ছবি

যশোর:

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বাধীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। আহত হাসান ও ইমনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া় প্রাথমিকভাবে বিদ্যালয় সামনে এ দুুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি মোটরসাইকেলযোগে যশোর থেকে তিন জন চৌগাছার দিকে যাচ্ছিলো। পথে সড়কের কয়ারপাড়ায় অপর একটি মাইক্রোবাস যশোরের দিকে আসছিল। এ সময় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা যশোর শহরের কাঠালতলার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে স্বাধীন ঘটনাস্থলে মাথায় এবং বুকে আঘাত পেয়ে নিহত হন।

মোটরসাইকেল থাকা বাকি দুইজন একই এলাকার ইবাদতের ছেলে ইমনের (১৭) পা ভেঙ্গে যায় ও হাছান (১৭) মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় । তারা বর্তমানে যশোর জেনারেলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Update Time : ০৮:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

যশোর:

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বাধীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। আহত হাসান ও ইমনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া় প্রাথমিকভাবে বিদ্যালয় সামনে এ দুুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি মোটরসাইকেলযোগে যশোর থেকে তিন জন চৌগাছার দিকে যাচ্ছিলো। পথে সড়কের কয়ারপাড়ায় অপর একটি মাইক্রোবাস যশোরের দিকে আসছিল। এ সময় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা যশোর শহরের কাঠালতলার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে স্বাধীন ঘটনাস্থলে মাথায় এবং বুকে আঘাত পেয়ে নিহত হন।

মোটরসাইকেল থাকা বাকি দুইজন একই এলাকার ইবাদতের ছেলে ইমনের (১৭) পা ভেঙ্গে যায় ও হাছান (১৭) মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় । তারা বর্তমানে যশোর জেনারেলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।