মাইক বাজিয়ে বাণিজ্য মেলায় লোক সমাগমের চেষ্টা
খুলনা প্রতিনিধিঃ
করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আতঙ্কে ধর্মীয় সমাবেশও যেখানে বন্ধ ঘোষণা করা হচ্ছে সেখানে নগরীতে চারটি মাইক বাজিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য লোক সমাগমের ব্যবস্থা করেছে খুলনার আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ। মেলায় আগতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সব চেয়ে বেশী।
আজ ১৩ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনে মেলায় লোকসমাগম বৃদ্ধির জন্য সারা দিন নগরীর বিভিন্ন স্থানে ইজিবাইক যোগে মাইক বাজিয়ে প্রচার চালানো হয়। বিকাল খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে মাসব্যাপী এই মেলার মাঠে লোক সমাগম বাড়তে শুরু করে। যাদের শতকরা ৯০ ভাগই নারী ও শিশু। এদের অনেকেই জানে না করোনাভাইরাস কীভাবে ছড়ায়। শহরজুড়ে মেলা কর্তৃপক্ষের মাইকিং শুনে তারা সেখানে এসেছেন বলে জানান।
জনসমাগম এড়িয়ে চলতে প্রধানমন্ত্রীর আহবান জানালেও গত ১১ মার্চ আড়ম্বরতার মাধ্যমে খুলনায় উদ্বোধন করা হয়েছে এই বাণিজ্য মেলার। খুলনা চেম্বার অব কমার্সের আয়োজনে মেলা পরিচালনা করছেন মেসার্স চামেলী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান।
মেলায় আসা ইকবাল নগর এলাকার বাসিন্দা রোকসানা আনোয়ার বলেন, প্রতি বছর মেলায় যান তিনি। এবছরও এসেছেন। সাথে করে নিয়ে এসেছেন দুই সন্তানকে। করোনা ভাইরাস সম্পর্কে জানলে মেলায় এর কোন প্রভাব পড়বে কি না তা তিনি বলতে পারেননি। তবে দ্রæত তিনি মেলা ত্যাগ করেন।
খুলনার পাইওনিয়ার স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী তানজিন আক্তার বলেন, মেলায় ঘরতে এসেছেন। করোনা ভাইরাসের কথা শুনেছি, কিন্তু প্রতিরোধ বা এর থেকে রক্ষা পাবার উপায় সম্পর্কে কিছু বলতে পারেনি সে।
বাণিজ্য মেলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মেসার্স চামেলী ট্রেডার্সের স্বত্তাধিকারী রাসেল মিয়া জানান, নগরবাসীকে মেলায় আমন্ত্রণ জানিয়ে চারটি মাইক শহরে মাইকের মাধ্যমে প্রচার চলছে।
বাণিজ্য মেলার উদ্বোধনের একদিন আগে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন করোনা ভাইরাসের কারণে খুলনায় ওয়াজ মাহফিল বা নামযজ্ঞের ন্যায় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর হওয়ার পর আয়োজনের জন্য সর্বসাধারণকে পরামর্শ দিতে উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তাদের নির্দেশ দেন।
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে ১৯তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীও দেশের জনগণের কথা চিন্তা করে ইতোমধ্যে রাষ্ট্রের গুরুত্বপুর্ণ অনেক অনুষ্ঠান সীমিত করেছেন। সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়ে এ ধরনের বিষয়ে জেলা প্রশাসনের নজরদারি রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক বলেন, চট্টগ্রামেও বাণিজ্য মেলা হচ্ছে। সরকার যদি মনে করে মেলা চলবে না, তাহলে বন্ধ করা হবে। তিনি আরও বলেন, খুলনার বাণিজ্য মেলায় লোক সমাগম কম হচ্ছে।