রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে দোয়া মাহফিল করেছে উপজেলা যুবদল। এসময় নেতাকর্মীরা মাইলস্টোন কলেজে হতাহতদের সুস্থতা কামনা করেন।
বুধবার (২৩ জুলাই) বিকাল ৫টায় কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালের সভাপতিত্বে নিমতলাস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুরুল হক খোকা, মোস্তফা কামাল টিটো, সাইফুজ্জামান স্বপন প্রমুখ।
দোয়া মাহফিলে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়নি, কেবল মানুষের প্রাণহানী হয়নি, বরং এটি গোটা জাতির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। আমরা কখনোই এই ক্ষতি পূরণ করতে পারব না। এই ক্ষতি পূরণ করার মতো নয়। যেসব কোমলমতি শিক্ষার্থী, দায়িত্বশীল শিক্ষকরা প্রাণ দিয়েছেন, তারা এ জাতির বীর সন্তান। আমরা আজীবন তাদের স্মরণ করতে চাই। আমরা আহতদের সুস্থতায় সরকারের সর্বোচ্চ গুরুত্ব প্রত্যাশা করি। দোয়া করি, এই ছোট ছোট সন্তানগুলো যেন মহান আল্লাহ জান্নাতবাসী করেন।
সবুজদেশ/এসএএস