ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন ট্রাজেডি: নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১১:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে।

 

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন। এর মধ্যে ২৫ জনই শিশু।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৫ জনই শিশু, বাকি দুই জনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা। এ পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া বার্ন ইউনিটে ভর্তি আছে ৪২ জন, পাঁচ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছে। সেখানে ভেন্টিলেটরে আছে তিন জন।” পাইলটের মরদেহ মর্গে রয়েছে বলেও জানান তিনি।

এ সময় দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চান ডা. সায়েদুর রহমান। তিনি হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন। রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে বলেও জানান তিনি। নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগলে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিমান বাহিনীর পক্ষ থেকে এরইমধ্যে একটি ‘উচ্চ পর্যায়ের’ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

ভোটকেন্দ্র ও বাক্স দখলের নিয়তের স্বপ্ন ভঙ্গ হবে: সিইসি

মাইলস্টোন ট্রাজেডি: নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

Update Time : ১১:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

 

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন। এর মধ্যে ২৫ জনই শিশু।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। এর মধ্যে ২৫ জনই শিশু, বাকি দুই জনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা। এ পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া বার্ন ইউনিটে ভর্তি আছে ৪২ জন, পাঁচ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছে। সেখানে ভেন্টিলেটরে আছে তিন জন।” পাইলটের মরদেহ মর্গে রয়েছে বলেও জানান তিনি।

এ সময় দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চান ডা. সায়েদুর রহমান। তিনি হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন। রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে বলেও জানান তিনি। নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগলে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিমান বাহিনীর পক্ষ থেকে এরইমধ্যে একটি ‘উচ্চ পর্যায়ের’ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সবুজদেশ/এসএএস