ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান গ্রেফতার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে।

 

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান ও তার এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ১৪ বীর একটি গোয়েন্দা গোপন সূত্রে জানতে পারে মাগুরা জেলার সদর থানার বেলনগর গ্রামের সাবেক চেয়ারম্যান শান্টু ও লক্ষ্মীকান্দর গ্রামের জয় কুমার দাশের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেজর সাফিনের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্পের রাত্রিকালীন টহলের সময় ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১টি ওয়ান শুটার গান, বড় রামদা ১টি, দেশীয় তৈরি ১টি হাত কুড়ালসহ মো. শান্টু মিয়া (৩৫) ও জয় কুমার দাশকে (৩০) গ্রেফতার করা হয়।

শান্টু মিয়া মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মো. আব্দুল ওয়াহাব মোল্লার ছেলে। জয় কুমার দাশ একই এলাকার জোগ্গেশ্বরের ছেলে।

অভিযানে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামাদিসহ গ্রেফতার আসামিদের মাগুরা সদর থানায় রাখা হয়েছে।

সবুজদেশ/এসইউ

মাগুরায় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Update Time : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

 

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান ও তার এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ১৪ বীর একটি গোয়েন্দা গোপন সূত্রে জানতে পারে মাগুরা জেলার সদর থানার বেলনগর গ্রামের সাবেক চেয়ারম্যান শান্টু ও লক্ষ্মীকান্দর গ্রামের জয় কুমার দাশের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেজর সাফিনের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্পের রাত্রিকালীন টহলের সময় ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১টি ওয়ান শুটার গান, বড় রামদা ১টি, দেশীয় তৈরি ১টি হাত কুড়ালসহ মো. শান্টু মিয়া (৩৫) ও জয় কুমার দাশকে (৩০) গ্রেফতার করা হয়।

শান্টু মিয়া মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মো. আব্দুল ওয়াহাব মোল্লার ছেলে। জয় কুমার দাশ একই এলাকার জোগ্গেশ্বরের ছেলে।

অভিযানে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামাদিসহ গ্রেফতার আসামিদের মাগুরা সদর থানায় রাখা হয়েছে।

সবুজদেশ/এসইউ