ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ১৫

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১২:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে।

 

মাগুরার শ্রীপুরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৫ টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১৫জন কমবেশি আহত হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ শ্রীপুর সদর ইউনিয়নের আশেপাশের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দু-ঘণ্টা ব্যাপী চলমান সংঘর্ষে জাহিদুল ইসলাম, মোঃ সেলিম রেজা, রশিদ মোল্লা, দুলাল বিশ্বাস, সামছুল মোল্লা, আলেক বিশ্বাস, ওয়াসিম মোল্লা, মামুন মিয়া, আকাশ, মিরাজ শেখ, লাউন মোল্লাসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন কমবেশি আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সরেজমিনে দেখা যায় এক পক্ষের নেতৃত্বে দিচ্ছেন, আশরাফুল ইসলাম নালিম, বাবলু মিয়া সেলিম রেজা, খলিল মোল্লাসহ আরও অনেকে, অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মুন্সি রেজাউল করিম, জাহাঙ্গীর মুন্সি, সোহেল মুন্সি, চঞ্চল হোসেনসহ অন্যরা।

এদিকে সংঘর্ষ চলাকালীন পুলিশের কোনও তৎপরতা লক্ষ্য করা যায়নি।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা  হয়েছে।

সবুজদেশ/এসইউ

মাগুরায় বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ১৫

Update Time : ১২:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

মাগুরার শ্রীপুরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৫ টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১৫জন কমবেশি আহত হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ শ্রীপুর সদর ইউনিয়নের আশেপাশের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দু-ঘণ্টা ব্যাপী চলমান সংঘর্ষে জাহিদুল ইসলাম, মোঃ সেলিম রেজা, রশিদ মোল্লা, দুলাল বিশ্বাস, সামছুল মোল্লা, আলেক বিশ্বাস, ওয়াসিম মোল্লা, মামুন মিয়া, আকাশ, মিরাজ শেখ, লাউন মোল্লাসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন কমবেশি আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সরেজমিনে দেখা যায় এক পক্ষের নেতৃত্বে দিচ্ছেন, আশরাফুল ইসলাম নালিম, বাবলু মিয়া সেলিম রেজা, খলিল মোল্লাসহ আরও অনেকে, অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মুন্সি রেজাউল করিম, জাহাঙ্গীর মুন্সি, সোহেল মুন্সি, চঞ্চল হোসেনসহ অন্যরা।

এদিকে সংঘর্ষ চলাকালীন পুলিশের কোনও তৎপরতা লক্ষ্য করা যায়নি।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা  হয়েছে।

সবুজদেশ/এসইউ