ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় রাইস মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫ শ্রমিক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে।

 

মাগুরার সদর উপজেলার আলোকদিয়া এলাকায় আমেনা অটো রাইস মিলের বয়লারে কেমিক্যাল বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলের বয়লারে ফুটন্ত গরম পানির মধ্যে কেমিক্যাল ঢালার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এ সময় বয়লার সেকশনে কর্মরত শ্রমিক মো. শাহিন, মো. রেজোয়ান, মো. সবুজ, মো. সিপন ও অনুকূল দগ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। দগ্ধ শ্রমিকদের মধ্যে তিনজনের বাড়ি ফরিদপুরে এবং দুজনের বাড়ি মাগুরা জেলায়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান আহমেদ জানান, পাঁচজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হতে পারে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

মাগুরায় রাইস মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫ শ্রমিক

Update Time : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

 

মাগুরার সদর উপজেলার আলোকদিয়া এলাকায় আমেনা অটো রাইস মিলের বয়লারে কেমিক্যাল বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলের বয়লারে ফুটন্ত গরম পানির মধ্যে কেমিক্যাল ঢালার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এ সময় বয়লার সেকশনে কর্মরত শ্রমিক মো. শাহিন, মো. রেজোয়ান, মো. সবুজ, মো. সিপন ও অনুকূল দগ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। দগ্ধ শ্রমিকদের মধ্যে তিনজনের বাড়ি ফরিদপুরে এবং দুজনের বাড়ি মাগুরা জেলায়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান আহমেদ জানান, পাঁচজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হতে পারে।

সবুজদেশ/এসএএস