ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় শিশুর লাশ উদ্ধার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে।

 

মাগুরায় খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশু তানভীরের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ঘটনাস্থল থেকে ২ কি. মি. দূরে মাগুরার বরুনাতৈল এলাকার হাজামতলা ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে ওই এলাকার শামিম হোসেন নামের এক জেলের জালে শিশু তানভীরের লাশ আটকা পড়ে। পানি থেকে লাশ ওঠানোর পর পরিবারের কাছে খবর দিলে – তারা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে যান।

বুধবার সকাল ১১টার দিকে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় নবগঙ্গী নদীতে খেলতে গিয়ে নিখোঁজ হয় পারনান্দুয়ালী গ্রামের আরজু বিশ্বাসের ছয় বছর বয়সী ছেলে তানভীর। গতকাল রাত পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নবগঙ্গা নদী থেকে নিখোঁজ শিশুটির মরদেহ আজ ভোরে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

মাগুরায় শিশুর লাশ উদ্ধার

Update Time : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

মাগুরায় খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশু তানভীরের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ঘটনাস্থল থেকে ২ কি. মি. দূরে মাগুরার বরুনাতৈল এলাকার হাজামতলা ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে ওই এলাকার শামিম হোসেন নামের এক জেলের জালে শিশু তানভীরের লাশ আটকা পড়ে। পানি থেকে লাশ ওঠানোর পর পরিবারের কাছে খবর দিলে – তারা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে যান।

বুধবার সকাল ১১টার দিকে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় নবগঙ্গী নদীতে খেলতে গিয়ে নিখোঁজ হয় পারনান্দুয়ালী গ্রামের আরজু বিশ্বাসের ছয় বছর বয়সী ছেলে তানভীর। গতকাল রাত পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নবগঙ্গা নদী থেকে নিখোঁজ শিশুটির মরদেহ আজ ভোরে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসইউ