মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ঘটনার এক মাস পর মাগুরার আদালতে হিটু শেখসহ চারজনকে অভিযুক্ত করে এ চার্জশিট দাখিল করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্ত চারজন আসামির বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন-এর আদালতে রোববার বিকেল সাড়ে চারটায় চার্জশিট দাখিল করা হয়েছে।
চার্জশিটে নিহত আছিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়-ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুন-এর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, বোনের বাড়ি বেড়াতে এসে আট বছরের শিশু আছিয়া গত ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষিত হয়ে গুরুতর অসুস্থ হয়। এ ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা রুজু করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ তার মৃত্যু হয়। তার ধর্ষণের প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়।
সবুজদেশ/এসইউ