গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রাম থেকে মো: মারুফ, লিখন এবং আশিকুর রহমানকে নামে তিন জনকে বিভিন্ন অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে মাগুরা ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল।
১৬ মার্চ রাত ৩ ঘটিকায় মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর কর্তৃক উক্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২ টি ওয়ান শ্যুটার গান, ১০ রাউন্ড তাজা বুলেট, ১ টি এয়ার গান, ৬০ রাউন্ড এয়ার গানের গুলি, ১ টি পুলিশের কাছ থেকে লুটকৃত টিয়ার শেল, ৮ টি হাত বোমা, ২ টি চাইনিজ চাপাতি, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, ৫ টি মোবাইল, ১ টি ল্যাপটপসহ পারনান্দুয়ালী গ্রামের মো: মারুফ(৩৫), পিতা আব্দুল মজিদ মো: লিখন হোসেন(২৮), পিতা সালাম হোসেন এবং মোঃ আশিকুর রহমান(৩০) পিতা আতিয়ার রহমান নামের তিনজনকে আটক করা হয়। আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সবুজদেশ/এসইউ