ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে।

মাগুরা:

মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী পরিবহন খাদে পড়ে ঘটনাস্থলে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, রোববার দুপুরে যশোর থেকে বিসমিল্লাহ পরিবহনের একটি বাস অন্তত ৪০ জন যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। সাড়ে ৩টার দিকে পরিবহনটি মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনার পর পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে।

দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ছহিরন বেগমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার দিঘল গ্রামে। নিহত অপর নারী যাত্রী নাজমা খাতুনের বাড়ি একই উপজেলার শতখালি গ্রামে। নিহত অপর দুইজনের মধ্যে একজনের নাম মামুন। তিনি গাড়ির হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ এলাকায়।

শালিখা থানার ওসি হোসেন আল মাহবুব জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর থেকে গাড়ির চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহত অপর ব্যক্তি গাড়ির চালক কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

মাগুরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

Update Time : ০৭:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

মাগুরা:

মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী পরিবহন খাদে পড়ে ঘটনাস্থলে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, রোববার দুপুরে যশোর থেকে বিসমিল্লাহ পরিবহনের একটি বাস অন্তত ৪০ জন যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। সাড়ে ৩টার দিকে পরিবহনটি মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনার পর পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে।

দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ছহিরন বেগমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার দিঘল গ্রামে। নিহত অপর নারী যাত্রী নাজমা খাতুনের বাড়ি একই উপজেলার শতখালি গ্রামে। নিহত অপর দুইজনের মধ্যে একজনের নাম মামুন। তিনি গাড়ির হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ এলাকায়।

শালিখা থানার ওসি হোসেন আল মাহবুব জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর থেকে গাড়ির চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহত অপর ব্যক্তি গাড়ির চালক কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।