মাগুরায় ৩ পুলিশ সদস্যসহ নতুন করোনা রোগী শনাক্ত ৪
মাগুরাঃ
মাগুরায় ৩ পুলিশ সদস্য ও এক মহিলা স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ১৫ জন।
মাগুরা সিভিল সার্জন ডাঃ প্রদিপ কুমার সাহা জানান, নমুনা পরীক্ষার রিপোর্টে আজ সকালে ৪ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে মাগুরা শালিখা থানার তিন পুলিশ সদস্য এবং মাগুরা মহম্মপুর উপজেলার নহাটা ইউনিয়নের এক মহিলা স্বাস্থ্যকর্মী রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আজ মাগুরার শালিখা থানার তিন পুলিশ সদস্যের করোনা সনাক্ত হয়েছে। তাদের একজনের বয়স (৩৫) অপর দুজনের বয়স (২১) এবং (২২) বলে জানা গেছে। এদের মধ্যে একজন নারী কনস্টেবল রয়েছে। শালিখা থানায় প্রথম যে পুলিশ সদস্য গত ৮মে করোনায় আক্রান্ত হন তিনি এদের সাথেই ছিলেন। এ জন্য থানার ২০ জন পুলিশ সদস্যর নমুনা পাঠানো হয়েছিল করোনা পরিক্ষার জন্য। এদের মধ্যে আজ তিনজনের করোনা পজেটিভ এসেছে। তাদেরকে থানার পার্শবর্তী আড়পাড়া ডিগ্রি কলেজের কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।
অন্যদিকে মাগুরা মহম্মদপুরে প্রথম একজন করোনা রোগী আজ শনাক্ত হয়েছে । তিনি মহম্মপুর উপজেলার নহাটা ইউনিয়নের একজন মহিলা স্বাস্থ্যকর্মী ।
এখন পর্যন্ত মাগুরাতে মোট করোনা শনাক্ত হয়েছে ১৫জন। এর মধ্যে মাগুরা সদরে ৫ জন, শ্রীপুর উপজেলায় ৪ জন, শালিখা উপজেলায় ৫ জন, মহম্মদপুরে উপজেলায় ১ জন। জেলায় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে ৩ জন।