ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাদকেও ভেজাল, নেশাদ্রব্যের বদলে রাসনা!

Reporter Name

সবুজদেশ নিউজ ডেস্কঃ

নিত্যপণ্যের সীমানা পেরিয়ে এবার মাদকেও চলছে দুই নম্বরি। নেশাদ্রব্যের বদলে কোমল পানীয়ের গুঁড়া (রাসনা) দেয়ার অভিযোগ উঠেছে ভারতের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে টুইট করেছে খোদ ভারতীয় পুলিশ। 

টুইটারে মেঘালয় পুলিশ লিখেছে-  ‘যদি এই মাত্র আপনার মাদক ব্যবসায়ীর কাছ থেকে রাসনা পান, তাহলে জানেন কোথায় খবর দিতে হবে। এএনটিএফ (দ্য অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স) জিন্দাবাদ!’  

মজার এ টুইটের সঙ্গে তিনটি কাগজের টুকরোয় রাখা কমলা রংয়ের পাউডারের ছবিও পোস্ট করা হয়েছে।

দেশটির পুলিশের এ ধরনের মজাদার টুইটের ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। কয়েক মাস আগে আসাম পুলিশ জানিয়েছিল, কারও যদি ৫৯০ কেজি গাঁজা হারিয়ে থাকে, তাহলে যেন সে এসে তা নিয়ে যায়। 

একইভাবে, কিছুদিন আগে গুয়াহাটি পুলিশ জানতে চেয়েছিল, গাঁজা কেনার জন্য শহরের সবচেয়ে ভালো জায়গা কোনটি?

About Author Information
আপডেট সময় : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
৩২২ Time View

মাদকেও ভেজাল, নেশাদ্রব্যের বদলে রাসনা!

আপডেট সময় : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯

সবুজদেশ নিউজ ডেস্কঃ

নিত্যপণ্যের সীমানা পেরিয়ে এবার মাদকেও চলছে দুই নম্বরি। নেশাদ্রব্যের বদলে কোমল পানীয়ের গুঁড়া (রাসনা) দেয়ার অভিযোগ উঠেছে ভারতের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে টুইট করেছে খোদ ভারতীয় পুলিশ। 

টুইটারে মেঘালয় পুলিশ লিখেছে-  ‘যদি এই মাত্র আপনার মাদক ব্যবসায়ীর কাছ থেকে রাসনা পান, তাহলে জানেন কোথায় খবর দিতে হবে। এএনটিএফ (দ্য অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স) জিন্দাবাদ!’  

মজার এ টুইটের সঙ্গে তিনটি কাগজের টুকরোয় রাখা কমলা রংয়ের পাউডারের ছবিও পোস্ট করা হয়েছে।

দেশটির পুলিশের এ ধরনের মজাদার টুইটের ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। কয়েক মাস আগে আসাম পুলিশ জানিয়েছিল, কারও যদি ৫৯০ কেজি গাঁজা হারিয়ে থাকে, তাহলে যেন সে এসে তা নিয়ে যায়। 

একইভাবে, কিছুদিন আগে গুয়াহাটি পুলিশ জানতে চেয়েছিল, গাঁজা কেনার জন্য শহরের সবচেয়ে ভালো জায়গা কোনটি?