‘মার্কিন হুমকির কারণে বিশ্ববাজারে তেলের দাম কমছে না’

0
940

রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আর কমছে না। শুক্রবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

রুশ জ্বালানিমন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় প্রতি ব্যারেল তেলের দাম ৭৪ ডলারে গিয়ে পৌঁছেছে। এই দাম আর কমছে না।

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় শিল্পোন্নত দেশগুলো ক্ষুব্ধ হয়েছে এবং এসব দেশ তেলের উত্তোলন বাড়ানোর আহ্বান জানাচ্ছে। এ অবস্থায় তেলের দাম না কমার কারণ ব্যাখ্যা করেছেন আলেকজান্ডার নোভাক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন। একইসঙ্গে তিনি ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, আগামী নভেম্বরের মধ্যেই ইরানের তেল বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারা তেল বিক্রি করতে না পারলে অন্যরাও পারবে না।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here