মালয়েশিয়ায় দুর্ঘটনায় কালীগঞ্জের যুবক নিহত
বিশেষ প্রতিনিধিঃ
মালয়েশিয়ার জোহর বারুতে দুর্ঘটনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। জাহাঙ্গীর আলম মালয়েশিয়ায় ক্রেন ড্রাইভার ছিলেন।
মালয়েশিয়া থেকে নিহতের চাচাতো ভাই হোসাইন মোহাম্মদ জীম এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে ক্রেন এর কন্ট্রোল হারিয়ে পাশের একটা পিলার সাথে বাড়ি লাগে এবং তার মাথার পিছন সাইডে প্রচন্ড ক্ষত হয় এবং হসপিটাল নেওয়ার পথে ইন্তেকাল করেন।
তিনি আরো জানান, মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দেশে মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। লকডাউনের কারণে একটু সমস্যা হতে পারে।