ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত ১৬৬

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ৫৩৭ Time View

সবুজদেশ ডেস্কঃ

মালয়েশিয়ায় ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৬ জন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৪৭ জন। তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত তা নিশিচত হওয়া যায়নি।

সোমবার আনুমানিক মালয়েশিয়া সময় রাত ৯টায় মুখোমুখি সংঘর্ষের ছবি মূহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে প্রচার হতে থাকে। ছবিতে দেখা যায় রক্তাক্ত যাত্রীরা ছটফট করছেন।

মুখোমুখি সংঘর্ষের “ঘটনা” নিশ্চিত করেছে প্রেসারানা মালয়েশিয়া বেরহাদ রেল কর্তৃপক্ষ। এছাড়া উদ্ধারকর্মীরা কেএলসিসি স্টেশনে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন এবং আহতদের কুয়ালালামপুর হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে ডাং ওয়াঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ জানান, দুর্ঘটনায় আক্রান্ত ১৬৬ জনকেই কুয়ালালামপুর হাসপাতালে নেয়া হয়েছে। তিনি জানান, একটি ট্রেন যাত্রী বহন করছিল, অন্য ট্রেনটি খালি ছিল এবং কাম্পুং বারু থেকে গুম্বাকের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে সে সম্পর্কে তদন্ত চলছে।

ট্রেন দুর্ঘটনার বিষয়ে দেশটির ফেডারেল টেরিটরিজ মন্ত্রী তান শ্রী আনুয়ার মুসা বলেছেন, বিশেষত নিয়ন্ত্রণ স্টেশনে কোনো গাফিলতি হয়েছে কিনা, তা নিয়ে তদন্তের আহ্বান জানিয়ে জননিরাপত্তা বরাবরই অগ্রাধিকার দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

Tag :