চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সেনেরহুদা গ্রামে গলায় ফাঁস দিয়ে ৮ম শ্রেনীর এক মাদরাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত মাদরাসা ছাত্রী মারুফা খাতুন(১৪) সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ায় মনোয়ার আলীর মেয়ে।সে স্থানীয় জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটখাটো একটি ঘটনা নিয়ে মারুফা খাতুনের মা ও ভাবি তাকে বকাবকি করে।পরে সে তার মা ও ভাবির ওপর অভিমান করে সবার অজান্তে একা ঘরের মধ্যে অবস্থান করে।দীর্ঘক্ষণ কোন সাড়া শব্দ পাওয়া না গেলে শুক্রবার বিকাল ৫ টায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে তাকে ঝুলতে দেখতে পাই।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উথলী বাজারের নিকট পৌছালে পথিমধ্যে মারা যায় সে।
খবর পেয়ে শুক্রবার রাত ৯টার সময় দামুড়হুদা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো.মুন্না বিশ্বাস এবং জীবননগর থানার থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সাহা নিহতের বাড়িতে উপস্থিত হয়।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শুক্রবার রাতেই লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
সবুজদেশ/এসইউ