ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মিতব্যয়ী হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

Reporter Name

ফাইল ছবি-

সবুজদেশ ডেস্কঃ

করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তার প্রভাব বাংলাদেশেও পড়বে জানিয়ে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ নভেম্বর) নিজস্ব অর্থায়নে দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, সেখানে আপনাদের সবাইকে একটু সতর্ক হতে হবে, সাশ্রয়ী হতে হবে এবং মিতব্যয়ী হতে হবে। নিজেদের সঞ্চয় বাড়াতে হবে। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ যা ব্যবহার, সেই ব্যবহার সীমিত করতে হবে, যাতে অল্প খরচ করা যায়।”

সরকারপ্রধান বলেন, “আপনাদের প্রতিটি এলাকায় যেখানে খালি জমি আছে, যত বেশি পারবেন খাদ্য উৎপাদন করবেন। ফলমূল, তরিতরকারি যেটাই পারেন, যে যা পারেন উৎপাদন করবেন। হাঁস, মুরগি, ছাগল, গরু, ভেড়া মানে যা কিছু পান, পালন করতে হবে। নিজেদের উপার্জন নিজেদের করার চেষ্টা করতে হবে।”

শেখ হাসিনা বলেন, “আমাদের বাংলাদেশে আমরা আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি, বিদ্যুৎ দিয়েছি। যদিও প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়ায় আমাদের বিদ্যুতে খুবই সাশ্রয়ী হতে হবে, অপচয় করা যাবে না, কিন্তু উৎপাদন বাড়িয়ে কোনোরকম আন্তর্জাতিকভাবে যে খাদ্যের অভাব দেখা দিচ্ছে, নানা সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যা থেকে বাংলাদেশের মানুষ যাতে মুক্ত থাকে, সেটাই আমাদের প্রচেষ্টা।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “সেই সঙ্গে আমি মনে করি প্রতিটি পরিবার, তাদের নিজেদেরও সেই চেষ্টা করতে হবে। আজকে বাংলাদেশের মানুষের উন্নয়নের যে ধারাটা আমরা সৃষ্টি করেছি, সেটা যেন অব্যাহত থাকে। উৎপাদন বাড়ানো, নিজেরা সাশ্রয়ী হন, নিরাপদ থাকেন।”

About Author Information
আপডেট সময় : ০১:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
১১৭ Time View

মিতব্যয়ী হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০১:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

সবুজদেশ ডেস্কঃ

করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তার প্রভাব বাংলাদেশেও পড়বে জানিয়ে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ নভেম্বর) নিজস্ব অর্থায়নে দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, সেখানে আপনাদের সবাইকে একটু সতর্ক হতে হবে, সাশ্রয়ী হতে হবে এবং মিতব্যয়ী হতে হবে। নিজেদের সঞ্চয় বাড়াতে হবে। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ যা ব্যবহার, সেই ব্যবহার সীমিত করতে হবে, যাতে অল্প খরচ করা যায়।”

সরকারপ্রধান বলেন, “আপনাদের প্রতিটি এলাকায় যেখানে খালি জমি আছে, যত বেশি পারবেন খাদ্য উৎপাদন করবেন। ফলমূল, তরিতরকারি যেটাই পারেন, যে যা পারেন উৎপাদন করবেন। হাঁস, মুরগি, ছাগল, গরু, ভেড়া মানে যা কিছু পান, পালন করতে হবে। নিজেদের উপার্জন নিজেদের করার চেষ্টা করতে হবে।”

শেখ হাসিনা বলেন, “আমাদের বাংলাদেশে আমরা আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি, বিদ্যুৎ দিয়েছি। যদিও প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়ায় আমাদের বিদ্যুতে খুবই সাশ্রয়ী হতে হবে, অপচয় করা যাবে না, কিন্তু উৎপাদন বাড়িয়ে কোনোরকম আন্তর্জাতিকভাবে যে খাদ্যের অভাব দেখা দিচ্ছে, নানা সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যা থেকে বাংলাদেশের মানুষ যাতে মুক্ত থাকে, সেটাই আমাদের প্রচেষ্টা।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “সেই সঙ্গে আমি মনে করি প্রতিটি পরিবার, তাদের নিজেদেরও সেই চেষ্টা করতে হবে। আজকে বাংলাদেশের মানুষের উন্নয়নের যে ধারাটা আমরা সৃষ্টি করেছি, সেটা যেন অব্যাহত থাকে। উৎপাদন বাড়ানো, নিজেরা সাশ্রয়ী হন, নিরাপদ থাকেন।”