ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মিস ওয়ার্ল্ড ক্যারোলিনার ভিন্ন প্রতিজ্ঞা!

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে।

ক্যারোলিনা বিলাস্কা

সবুজদেশ ডেস্কঃ

করোনার কারণে পেছানো হলেও অবশেষে গত ১৬ মার্চ পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ডের গ্রান্ড ফিনালে। এতে সব প্রতিযোগীকে পেছনে ফেলে ৭০তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।

পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্যারোলিনা বিলাস্কা বলেন, ‘আমি জানি এটা একজন মানুষের জীবনে অনেক বড় একটি অর্জন। কিন্তু আমার পাশের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আমি মর্মাহত। চাইলেও আনন্দ করতে পারছি না। এমন অবস্থা সত্যি কারও কাম্য নয়। দ্রুত এই অবস্থা থেকে বিশ্ব শান্তি ফিরে আসুক এই কামনা করছি। তাছাড়া আমি মডেলিংয়ের পাশাপাশি এরইমধ্যে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি। দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া আগামীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।’

উল্লেখ্য, মিস ওয়ার্ল্ডের তথ্য অনুসারে, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। ক্যারোলিনা ভালোবাসেন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে। এরইমধ্যে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন তিনি।

সবুজদেশ/এস ইউ

Tag :

মিস ওয়ার্ল্ড ক্যারোলিনার ভিন্ন প্রতিজ্ঞা!

Update Time : ০৯:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

সবুজদেশ ডেস্কঃ

করোনার কারণে পেছানো হলেও অবশেষে গত ১৬ মার্চ পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ডের গ্রান্ড ফিনালে। এতে সব প্রতিযোগীকে পেছনে ফেলে ৭০তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।

পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্যারোলিনা বিলাস্কা বলেন, ‘আমি জানি এটা একজন মানুষের জীবনে অনেক বড় একটি অর্জন। কিন্তু আমার পাশের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আমি মর্মাহত। চাইলেও আনন্দ করতে পারছি না। এমন অবস্থা সত্যি কারও কাম্য নয়। দ্রুত এই অবস্থা থেকে বিশ্ব শান্তি ফিরে আসুক এই কামনা করছি। তাছাড়া আমি মডেলিংয়ের পাশাপাশি এরইমধ্যে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি। দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া আগামীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।’

উল্লেখ্য, মিস ওয়ার্ল্ডের তথ্য অনুসারে, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। ক্যারোলিনা ভালোবাসেন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে। এরইমধ্যে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন তিনি।

সবুজদেশ/এস ইউ