মিয়ানমারে মুসলিমবিরোধী উগ্র ভিক্ষুকে মুক্তি দিলো জান্তা সরকার
সবুজদেশ ডেস্কঃ
মিয়ানমারের উগ্র মুসলিমবিরোধী জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষু বিরাত্থুকে মুক্তি দিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা। সোমবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, বিরাত্থুর বিরুদ্ধে সবধরণের অভিযোগ খারিজ করে তাকে মুক্তি দেয়া হচ্ছে। বর্তমানে তিনি এক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কোন হাসপাতালে তিনি রয়েছেন বা মুক্তির পর তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে জানানো হয়নি।
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালয় শহরের বাসিন্দা বিরাত্থু তার উগ্রবাদী প্রচারণার জন্য খ্যাতি লাভ করেন। ২০০১ সালে দেশটিতে মুসলিমবিরোধী নাইন সিক্স নাইন দলে যুক্ত হন তিনি।
২০০৩ সালে প্রথম জেলে যান বিরাত্থু। ২০১০ সালে মুক্তি পাওয়ার পর আরো জোরদারভাবে উগ্রবাদী তৎপরতায় নিজেকে যুক্ত করেন তিনি।
দুই বছর পর মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমবিরোধী উসকানি দিয়ে দাঙ্গা পরিস্থিতি তৈরির মাধ্যমে বিরাত্থু আলোচনায় আসেন।
২০১৩ সালের জুলাইয়ের টাইম ম্যাগাজিনের প্রচ্ছদচিত্রে ‘বৌদ্ধ সন্ত্রাসের মুখ’ শিরোনামে তার ছবি প্রকাশ হয়।
উগ্রবাদী তৎপরতার জন্য মিয়ানমারের সর্বোচ্চ বৌদ্ধ কর্তৃপক্ষ ২০১৭ সালে এক বছরের জন্য ধর্ম প্রচারের জন্য তাকে নিষেধাজ্ঞা দেয়। ২০১৮ সালে ফেসবুকে তার একাউন্ট বন্ধ করে দেয়।
৫৩ বছর বয়সী এই ভিক্ষু নিয়মিতভাবেই অং সান সু চির সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন। উগ্রবাদী প্রচারণার জন্য ২০১৯ সালে মে মাসে তার বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় গত বছর বিরাত্থুকে গ্রেফতার করা হয়েছিলো।
সূত্র : আলজাজিরা