মুক্তিযোদ্ধার বসত ঘরের সামনে গভীর গর্ত
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধ নির্মানের জন্য মুক্তিযোদ্ধা সরদার শাজাহানের বসত ঘরের সামনে গভীর গর্তকরে মাটি নেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ঘরের সামনেই এমন গভীর গর্তের ফলে ঝুঁকিতে রয়েছে ওই মুক্তিযোদ্ধর বসতবাড়ি। এমনকি চলচলের রাস্তাও এ্যক্সেভেটর দিয়ে মাটি নিয়ে গর্ত তৈরি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোবারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা সরদার শাজাহানের বাড়ি সদর উপজেলার গোবরদিয়া এলাকায়।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সরদার শাজাহান অভিযোগ করেন, তিনি গোবরদিয়ো মৌজার পুটিখালী নদীর পাশে সাত শতক জমি ক্রয় করেন। পরে জেলা প্রশাসন থেকে ৫ শতক ডিসিআরের মাধ্যমে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে ২২ ইজারা নেন। এখানে তিনি ঘর তৈরি করে বসবাস করে আসছেন। মঙ্গলবার দুপুরে বেরিবাঁধ নির্মানের জন্য মাটি নেয়া শুরু করে। এসময় তিনি তার চলাচলের রাস্তাটি অক্ষত রাখার অনুরোধ করেন। এনিয়ে এ্যক্সেভেটর চালক ও ঠিকাদার সংশ্লিষ্টদের সাথে তার কথা কাটাকাটি হয়। এঘনায় তার উপর ক্ষিপ্ত হয়ে ঘরের সামনেই গভীর গর্ত তৈরি করে।
ঠিাকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাঈদ ইন্টারপ্রাইজের আফতাব সাঈদ খান মুঠোফোনে বলেন, ওখানে ওই মুক্তিযোদ্ধার কোন জমি নেই। পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধ নির্মানের জন্যই মাটি নেয়া হচ্ছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, এমন ঘটনা তিনি শোনেন নি। খোঁজ নিয়ে এমন ঘটনা পেলে ব্যবস্থা নেয়া হবে।