ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধার বাড়িতে মিলল গ্রেনেডসদৃশ বস্তু

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে।

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম বিশ্বাসের বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করে এলাকার একটি মাঠের মধ্যে নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রিজিয়া বেগম জানান, প্রায় এক মাস আগে তার বসতঘরের পেছনে একটি শিমুলগাছ কাটার সময় গোড়ার মাটি সরানো হলে ওই বস্তুটি পেয়ে তিনি ঘরে এনে রেখে দেন।

আশপাশের লোকজন সবাই দেখেছে; কিন্তু কেউ কিছু বলতে পারেনি। তবে বুধবার পুলিশ ও সাংবাদিকরা বাড়িতে এসে বলছে এটি ক্ষতিকর বোম।

তিনি আরও জানান, তার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন। সেই সময় বহু মুক্তিযোদ্ধা তাদের বাড়িতে আসত; হয়তো সেই সময় কেউ এনে ফেলে দিয়েছিল। বুঝতে না পেরে তিনি হাতে নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

এ বিষয়ে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গেছে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে। আমরা প্রাথমিকভাবে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখেছি। পরবর্তী সময় বোম ডিসপোজাল টিম এসে উদ্ধার করে নিয়ে যাবে। যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, ধারণা করা হচ্ছে যুদ্ধপরবর্তী বস্তুটি এখানে ফেলে দেওয়া হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

মুক্তিযোদ্ধার বাড়িতে মিলল গ্রেনেডসদৃশ বস্তু

Update Time : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম বিশ্বাসের বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করে এলাকার একটি মাঠের মধ্যে নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রিজিয়া বেগম জানান, প্রায় এক মাস আগে তার বসতঘরের পেছনে একটি শিমুলগাছ কাটার সময় গোড়ার মাটি সরানো হলে ওই বস্তুটি পেয়ে তিনি ঘরে এনে রেখে দেন।

আশপাশের লোকজন সবাই দেখেছে; কিন্তু কেউ কিছু বলতে পারেনি। তবে বুধবার পুলিশ ও সাংবাদিকরা বাড়িতে এসে বলছে এটি ক্ষতিকর বোম।

তিনি আরও জানান, তার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন। সেই সময় বহু মুক্তিযোদ্ধা তাদের বাড়িতে আসত; হয়তো সেই সময় কেউ এনে ফেলে দিয়েছিল। বুঝতে না পেরে তিনি হাতে নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

এ বিষয়ে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গেছে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে। আমরা প্রাথমিকভাবে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখেছি। পরবর্তী সময় বোম ডিসপোজাল টিম এসে উদ্ধার করে নিয়ে যাবে। যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, ধারণা করা হচ্ছে যুদ্ধপরবর্তী বস্তুটি এখানে ফেলে দেওয়া হয়েছে।

সবুজদেশ/এসইউ