নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ যুবদল কর্মী শাওন ভূঁইয়া নিহতের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।
শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ফয়লা এলাকা থেকে বের করে থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজা উদ্দিন পিয়ালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, মঞ্জুরুল হক খোকা, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। সরকার পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। যে ভাবে তারা বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের হত্যা, নির্যাতন করছে তাতে তাদের শেষ রক্ষা হবে না।
ভিডিও…