মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। ‘সূর্য ক্লাব’ নামের একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে তারা এ কনসার্ট আয়োজনের কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় কনসার্ট স্থগিতের বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।
তারা জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ১০ অক্টোবর কনসার্ট হওয়ার কথা ছিল।
এদিকে জেমসের কনসার্ট স্থগিত করার খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। তবে কে বা কারা এই কনসার্ট বাতিলের কলকাঠি নেড়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
কনসার্টের আয়োজক ‘সূর্য ক্লাব’-এর সভাপতি নাহিদ মাহবুব সানী এবং সাধারণ সম্পাদক নাসিম রানা বাঁধন জানান, রাজনৈতিক চাপে মুরব্বিদের খুশি করতে না পারায় জেমসের কনসার্টের অনুমতি দেয়নি প্রশাসন। তবে মুরব্বি কারা সে বিষয়ে স্পষ্ট না বললেই তাদের ধারণা, মেহেরপুর জেলা বিএনপির একটি অংশ, এনসিপি ও জামায়াতে ইসলামীর আপত্তি থাকায় জেমসের কনসার্ট সম্মতি দিচ্ছে না প্রশাসন।
সূর্য ক্লাব’ -এর ক্লাবের সভাপতি নাহিদ মাহবুব সানী গণমাধ্যমকে বলেন, কনসার্ট-এর অনুমতি না দেওয়ায় এবং আর্থিক ক্ষতিপূরণের জন্য আমরা পূজার পর হাইকোর্টে রিট করব।
সাধারণ সম্পাদক বাঁধন বলেন, ‘কে বা কারা যে এটা বন্ধ করল, তা আমরা এখনো বুঝতে পারিনি। ফলে এককভাবে কাউকেই দায়ী করতে পারছি না।’
মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ আব্দুল ছালাম গণমাধ্যমকে বলেন, জেমসের কনসার্টকে ঘিরে অনেক লোকসমাগম হবে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটতে পারে এ আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। তবে জেলা প্রশাসন থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, কোর কমিটির সিদ্ধান্ত এবং গোয়েন্দা সংস্থার অনাপত্তি না থাকায় কনসার্ট অনুমোদন দেওয়া গেল না।
সবুজদেশ/এসএএস