মঙ্গলবার দেশটির দুরাঙ্গো রাজ্যের রাজধানীতে এয়ারোমেক্সিকো পরিচালিত এমব্রায়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্স, বিবিসির।
দুরাঙ্গোর গভর্নর হোসে আইসপুরো টুইটারে জানিয়েছেন, উড়োজাহাজটিতে ১০১ জন যাত্রী থাকলেও এ ঘ্টনায় কারো মৃত্যু হয়নি, তবে ৮৫ জন আহত হয়েছেন যাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক।
স্থানীয় সময় বিকাল প্রায় ৪টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় এতে ৯৭ জন যাত্রী ও চার ক্রু সদস্য ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রুপো আয়রোপুর্তুয়ারিয়ো দেল সেন্ত্রো নর্তে।
এয়ারোমেক্সিকোর ফ্লাইট এএম২৪৩১ গুয়াদালুপে ভিক্তোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেক্সিকো সিটির উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের কয়েক মূহুর্ত পরই বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটির আহত ৩৭ আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক।
খারাপ আবহাওয়াই উড়োজাহাজ বিধ্বস্তের কারণ বলে প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছে গ্রুপো আয়রোপুর্তুয়ারিয়ো দেল সেন্ত্রো নর্তে। বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি ভারি বৃষ্টিপাতের মধ্যে উড্ডয়নের চেষ্টা করে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
গভর্নর আইসপুরো জানিয়েছেন, কোনো সতর্ক সংকেত না দিয়েই উড়োজাহাজটি নিচে পড়ে যায়; পড়ার আগে একটি ‘ব্যাং’ ধরনের শব্দ শুনেছেন বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন।
উড়োজাহাজটির এক যাত্রী স্থানীয় এক টেলিভিশনকে জানিয়েছেন, শক্তিশালী একটি ‘এয়ার কারেন্ট’ উড়োজাহাজটিকে আঘাত করেছে বলে তারা অনুভব করেছেন।
বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাটিতে আগুন ধরে যায়, তবে দ্রুতই তা নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আলেহান্দ্রো কারর্দোজা।
“অনেকে পায়ে হেঁটেই বিমানটি থেকে বের হয়ে যেতে পেরেছে,” বলেছেন তিনি।
এ ঘটনার পর থেকে গুয়াদালুপে ভিক্তোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে।