ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেসি ঝলকে দুইয়ে বার্সা

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

অনেকদিন পর দেখা গেল মেসির নয়নজুড়ানো ফ্রি কিকে গোল। মাঝে জর্ডি অ্যালবার আত্মঘাতি গোলে কিছুটা ছন্দপতন হলেও শেষের তুলিতে গ্রিজমানের তুখোড় আচর। স্প্যানিশ লা লিগায় বার্সাও পেল দারুণ জয়।

রোববার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে কাতালানরা। নতুন বছরে ঘরের মাঠে প্রথম জয় পেল মেসিরা। লা লিগায় টানা ১০ ম্যাচ অপরাজিত বার্সা, জিতল টানা পাচ ম্যাচ।

২৬ দিনের মধ্যে তৃতীয়বার দেখা হলো বার্সা ও বিলবাওয়ের। এ মাসের শুরুতে লিগে বিলবাওয়ের মাঠে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। আর দুই সপ্তাহ আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদেরকে একই ব্যবধানে হারায় বিলবাও।

সুপার কাপের দুর্দান্ত পারফরম্যান্স এবার আর দেখাতে পারেনি বিলবাও। বার্সেলোনার টানা আক্রমণে প্রথমার্ধে কোণঠাসা হয়ে থাকা দলটি বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রতিপক্ষের সঙ্গে তাল মেলাতে পারেনি।

২০ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। মেসির চমৎকার ফ্রি কিকে বল রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে প্রবেশ করে জালে (১-০)। প্রথমার্ধে বেশ কটি গোলের সুযোগ তৈরি করে তাতে পূর্ণতা দিতে পারেনি বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আলবার আত্মঘাতি গোল খেয়ে বসে বার্সা। বাঁ দিক থেকে রাউল গার্সিয়ার ক্রস ঠেকাতে জর্দি আলবার বাড়ানো পায়ে লেগে বল চলে যায় জালে। ম্যাচে আসে ১-১ সমতা।

৭৪ মিনিটে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন গ্রিজমান। মিনগেসার পাসে দারুণ প্লেসিংস (২-১)।

দিনের আরেক ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে কাদিসের মাঠে ৪-২ ব্যবধানে জিতে শীর্ষস্থান আরো মজবুত করেছে আটলেটিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৫০। ২০ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা।

About Author Information
আপডেট সময় : ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
২৩৩ Time View

মেসি ঝলকে দুইয়ে বার্সা

আপডেট সময় : ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

সবুজদেশ ডেস্কঃ

অনেকদিন পর দেখা গেল মেসির নয়নজুড়ানো ফ্রি কিকে গোল। মাঝে জর্ডি অ্যালবার আত্মঘাতি গোলে কিছুটা ছন্দপতন হলেও শেষের তুলিতে গ্রিজমানের তুখোড় আচর। স্প্যানিশ লা লিগায় বার্সাও পেল দারুণ জয়।

রোববার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে কাতালানরা। নতুন বছরে ঘরের মাঠে প্রথম জয় পেল মেসিরা। লা লিগায় টানা ১০ ম্যাচ অপরাজিত বার্সা, জিতল টানা পাচ ম্যাচ।

২৬ দিনের মধ্যে তৃতীয়বার দেখা হলো বার্সা ও বিলবাওয়ের। এ মাসের শুরুতে লিগে বিলবাওয়ের মাঠে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। আর দুই সপ্তাহ আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদেরকে একই ব্যবধানে হারায় বিলবাও।

সুপার কাপের দুর্দান্ত পারফরম্যান্স এবার আর দেখাতে পারেনি বিলবাও। বার্সেলোনার টানা আক্রমণে প্রথমার্ধে কোণঠাসা হয়ে থাকা দলটি বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রতিপক্ষের সঙ্গে তাল মেলাতে পারেনি।

২০ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। মেসির চমৎকার ফ্রি কিকে বল রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে প্রবেশ করে জালে (১-০)। প্রথমার্ধে বেশ কটি গোলের সুযোগ তৈরি করে তাতে পূর্ণতা দিতে পারেনি বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আলবার আত্মঘাতি গোল খেয়ে বসে বার্সা। বাঁ দিক থেকে রাউল গার্সিয়ার ক্রস ঠেকাতে জর্দি আলবার বাড়ানো পায়ে লেগে বল চলে যায় জালে। ম্যাচে আসে ১-১ সমতা।

৭৪ মিনিটে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন গ্রিজমান। মিনগেসার পাসে দারুণ প্লেসিংস (২-১)।

দিনের আরেক ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে কাদিসের মাঠে ৪-২ ব্যবধানে জিতে শীর্ষস্থান আরো মজবুত করেছে আটলেটিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৫০। ২০ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা।