ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (১৭ নভেম্বর) তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষ্মী নারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে ও কাথুলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য।

মেহেরপুর র‍্যাব-১২ সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ্ বলেন, নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির সামনে ধইঞ্চার গাদার নিচ থেকে ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাসকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি সার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়েছে।

এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেয়। বেলা ১১টার দিকে আটক ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে থানায় সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আজমাই হোসেন টুটুকে থানায় সোপর্দ করেছে যৌথবাহিনী। মামলাসহ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৮:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৭ Time View

মেহেরপুরে অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক

আপডেট সময় : ০৮:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

 

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (১৭ নভেম্বর) তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষ্মী নারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে ও কাথুলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য।

মেহেরপুর র‍্যাব-১২ সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ্ বলেন, নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির সামনে ধইঞ্চার গাদার নিচ থেকে ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাসকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি সার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়েছে।

এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেয়। বেলা ১১টার দিকে আটক ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে থানায় সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আজমাই হোসেন টুটুকে থানায় সোপর্দ করেছে যৌথবাহিনী। মামলাসহ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সবুজদেশ/এসইউ