মেহেরপুরের গাংনীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেন্টু রহমান (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টা থেকে শুরু করে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও ১০২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটক হওয়া সেন্টু রহমান উপজেলার বামন্দি গ্রামের চেরাকি পাড়ার মৃত ছবগুল ওরফে সবকুল মন্ডলের ছেলে।
মেহেরপুর সেনা ক্যাম্প সূত্রে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে জানা গেছে, গাংনী উপজেলার বামন্দি গ্রামের চেরাকি পাড়ায় সেন্টু রহমান নামের এক মাদক কারবারি ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য বাড়িতে অবস্থান করছে, এ ধরনের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে শুরু করে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৩০ পিস ইয়াবা, ১০২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। ওই সময় সেখান থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেন্টু রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও মোবাইল ফোনগুলো গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
সবুজদেশ/এসইউ