মেহেরপুরে গাঁজাসহ আটক ২
মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি-গাড়াডোব সড়কের মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের সর্দার পাড়ার বাবর আলীর ছেলে ছেলে মতিয়ার রহমান (৪০) ও মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩০)।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি- গাড়াডোব সড়কের রাইসমিল এলাকায় উল্লিখিত বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেলে অভিনব কায়দায় বহন করা একটি প্লাস্টিক প্যাকেটে স্কস টেপ দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজাসহ মতিয়ার রহমান ও লিটন হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়।
এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গাংনী থানা পুলিশের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়াসহ উদ্ধারকৃত আলামত মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সবুজদেশ/এসইউ