মেহেরপুরের গাংনীতে লাটাহাম্বা গাড়ির ধাক্কায় তন্ময় (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে বামন্দি-কুষ্টিয়া মহাসড়কের আপুবপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় আকবপুর গ্রামের এখলাচুর রহমানের ছেলে।
গাংগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বামন্দি-কুষ্টিয়া সড়কে আকুবপুর ইটভাটায় একটি লাটাহাম্বা গাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি থেমে থাকা লাটাহাম্বা গাড়িকে ধাক্কা দিলে গাড়িতে বসে থাকা তন্ময় গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
সবুজদেশ/এসইউ