ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা

Reporter Name

মেহেরপুরঃ

মেহেরপুরের গাংনীতে উমর আলী (৪৮) নামের এক দিন মজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিনা খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত দশটার দিকে তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে গ্রামের জাহিদুল ইসলাম ও তার লোকজন তার উপর হামলা করে।

নিহতের স্বজনরা জানান, গমের নাড়া কাটা নিয়ে উমর আলীর সাথে একই গ্রামের বুলু মিয়ার ছেলে জাহিদুল ইসলামের বিরোধ বাধে। এ নিয়ে রাতে জাহিদুল ইসলাম লোকজন নিয়ে উপর আলীর উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। তাকে ঠেকাতে এগিয়ে যার স্ত্রী। তারা স্বামী স্ত্রীকে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে পাঠালে চিকিৎসকরা উমর আলীকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় নিহতের স্ত্রীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সাথে জড়িতের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

About Author Information
আপডেট সময় : ১২:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
২৩৬ Time View

মেহেরপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০

মেহেরপুরঃ

মেহেরপুরের গাংনীতে উমর আলী (৪৮) নামের এক দিন মজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিনা খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত দশটার দিকে তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে গ্রামের জাহিদুল ইসলাম ও তার লোকজন তার উপর হামলা করে।

নিহতের স্বজনরা জানান, গমের নাড়া কাটা নিয়ে উমর আলীর সাথে একই গ্রামের বুলু মিয়ার ছেলে জাহিদুল ইসলামের বিরোধ বাধে। এ নিয়ে রাতে জাহিদুল ইসলাম লোকজন নিয়ে উপর আলীর উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। তাকে ঠেকাতে এগিয়ে যার স্ত্রী। তারা স্বামী স্ত্রীকে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে পাঠালে চিকিৎসকরা উমর আলীকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় নিহতের স্ত্রীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সাথে জড়িতের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।