ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ৫১১ বার পড়া হয়েছে।

মেহেরপুরঃ

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মালসাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের চাঁদ আলীর ছেলে। পেশায় তিনি একজন রঙ মিস্ত্রি।

আহতরা হলেন- গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২), হেমায়েতপুর গ্রামের ইনারুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২১) ও হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (১৮)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, মোটরসাইকেলে করে শাকিল গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে মালশাদহ এলাকায় একটি ভ্যান অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসোইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটায় শাকিলের মৃত্যু হয়।

সবুজদেশ/এসইউ

Tag :

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

Update Time : ০৯:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

মেহেরপুরঃ

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মালসাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের চাঁদ আলীর ছেলে। পেশায় তিনি একজন রঙ মিস্ত্রি।

আহতরা হলেন- গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২), হেমায়েতপুর গ্রামের ইনারুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২১) ও হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (১৮)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, মোটরসাইকেলে করে শাকিল গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে মালশাদহ এলাকায় একটি ভ্যান অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসোইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটায় শাকিলের মৃত্যু হয়।

সবুজদেশ/এসইউ