মেহেরপুরে নারীসহ ৪ মাদক কারবারি আটক
মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে দুই নারীসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে যৌথবাহিনী। এসময় ২২ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বিক্রির ১ লাখ টাকা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করে।
মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার ভোমরদহ এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পাখি ভ্যানে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া মাদক বহনের দায়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের তিলকজান ও মুন্সিগঞ্জ গ্রামের কহিনুর বেগম এবং ভ্যানচালক ইন্তাদুলকে আটক করা হয়েছে।
অপরদিকে, ভাটপাড়া গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে মাদক পাচারকারী জয়নাল আবেদীনকে আটক করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল। সেই সাথে জব্দ করা হয় মাদক বিক্রির নগদ এক লাখ টাকা।