মেহেরপুরে প্রথম করোনা রোগী সনাক্ত, দশ বাড়ি লক ডাউন
মেহেরপুরঃ
মেহেরপুরে এই প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সিভিল সার্জন ডা : মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত ব্যাক্তি বাড়ি মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে। সে ব্রাক এনজিও মুজিবনগর উপজেলা অফিসে কর্মরত আছেন।
এদিকে করোনা রোগী সনাক্ত হওয়ায় ওই বাড়ি সহ আশে পাশের দশ বাড়ি লক ডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, দুই দিন আগে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ বুধবার ঢাকা থেকে সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সকালেই আমরা রোগীর সাথে কথা বলে তাকে নিজ বাড়িতে একটি রুমে একা থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে আশ পাশের দশ বাড়ি লক ডাউন করা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্ষন্ত এই আর্দেশ বলবত থাকবে।
উল্লেখ্য, যবিপ্রবিতে গত ২৪ ঘন্টায় ৬৫টি নমুনার মধ্যে যশোরে ৪, নড়াইলে চিকিৎসকসহ ৫, কুষ্টিয়ায় ২, মেহেরপুরে ১, মাগুরায় ১ জনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।