ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে।

 

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান শোভন (২৯) ও জুবায়ের (৮) নামের এক শিশু নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার কিছুটা আগে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে এ ঘটনা ঘটে। আহত আল ইমরান একই উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

আক্তারুজ্জামান ঢাকা রুপনগর ব্রাঞ্চের অগ্রাণী ব্যাংক পিএলসি অফিসার ও এনআরবিসি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত। তিনি সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে। এছাড়া শিশু জুবায়ের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আল হাসানের ছেলে।

এসময় মোটরসাইকেল আরোহী আল ইমরান (২৮) ও প্রাইভেটকার চালক পলাশ গুরুতর আহত হয়েছেন।

আহত ইমরান ও জুবায়েরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পথিমধ্যে পাবনার ইশ্বরদী এলাকায় পৌঁছালে জুবায়েরের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে পলাশ নামের এক ব্যক্তি প্রাইভেটকারযোগে মেহেরপুরের দিকে আসছিল এবং আক্তারুজ্জামান ও ইমরান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে পৌঁছালে, প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাসান নামের এক ব্যক্তির পাখিভ্যানে ধাক্কা দেয়। এসময় চালকসহ ভ্যানে থাকা তার ছেলে জুবায়ের রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এরপর পরপরই ভ্যানের পেছনে থাকা মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারটি রাস্তার পাশে থাকা মাইল পোস্টের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আক্তারুজ্জামানকে মৃত ঘোষণা করেন এবং আহত ইমরান ও জুবায়েরকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে ঈশ্বরদী এলাকায় পৌঁছালে শিশু জুবাইয়ের হোসেনের মৃত্যু হয়।

সবুজদেশ/এসইউ

মেহেরপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২

Update Time : ০৮:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

 

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান শোভন (২৯) ও জুবায়ের (৮) নামের এক শিশু নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার কিছুটা আগে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে এ ঘটনা ঘটে। আহত আল ইমরান একই উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

আক্তারুজ্জামান ঢাকা রুপনগর ব্রাঞ্চের অগ্রাণী ব্যাংক পিএলসি অফিসার ও এনআরবিসি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত। তিনি সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে। এছাড়া শিশু জুবায়ের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আল হাসানের ছেলে।

এসময় মোটরসাইকেল আরোহী আল ইমরান (২৮) ও প্রাইভেটকার চালক পলাশ গুরুতর আহত হয়েছেন।

আহত ইমরান ও জুবায়েরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পথিমধ্যে পাবনার ইশ্বরদী এলাকায় পৌঁছালে জুবায়েরের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে পলাশ নামের এক ব্যক্তি প্রাইভেটকারযোগে মেহেরপুরের দিকে আসছিল এবং আক্তারুজ্জামান ও ইমরান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে পৌঁছালে, প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাসান নামের এক ব্যক্তির পাখিভ্যানে ধাক্কা দেয়। এসময় চালকসহ ভ্যানে থাকা তার ছেলে জুবায়ের রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এরপর পরপরই ভ্যানের পেছনে থাকা মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারটি রাস্তার পাশে থাকা মাইল পোস্টের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আক্তারুজ্জামানকে মৃত ঘোষণা করেন এবং আহত ইমরান ও জুবায়েরকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে ঈশ্বরদী এলাকায় পৌঁছালে শিশু জুবাইয়ের হোসেনের মৃত্যু হয়।

সবুজদেশ/এসইউ