ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে বিজিবির ধাওয়া খেয়ে বিলে ঝাঁপ, যুবকের মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

জেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিঠু ওরফে বাবু (৪০) পৌর শহরের পেয়াদাপাড়ার শুকুর আলীর ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার (০৬ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠু মাদক কেনার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যান। সেখানে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাকে ধাওয়া করে। ওই সময় ভয়ে তিনি হরিরামপুর বিলে ঝাঁপ দেন এবং পানিতে ডুবে মারা যান।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘যেহেতু ঘটনাটি সীমান্ত এলাকায় ঘটেছে, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মৃত ব্যক্তি মাদকসেবী ছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

মেহেরপুরে বিজিবির ধাওয়া খেয়ে বিলে ঝাঁপ, যুবকের মৃত্যু

Update Time : ০৭:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

জেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিঠু ওরফে বাবু (৪০) পৌর শহরের পেয়াদাপাড়ার শুকুর আলীর ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার (০৬ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠু মাদক কেনার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যান। সেখানে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাকে ধাওয়া করে। ওই সময় ভয়ে তিনি হরিরামপুর বিলে ঝাঁপ দেন এবং পানিতে ডুবে মারা যান।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘যেহেতু ঘটনাটি সীমান্ত এলাকায় ঘটেছে, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মৃত ব্যক্তি মাদকসেবী ছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সবুজদেশ/এসইউ