মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে হাউস উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাউস উদ্দিন দক্ষিণ ভরাট গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মাসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত হাউস উদ্দিনের সহোদর ভাই গিয়াস উদ্দিন জানান, তার ভাই হাউস উদ্দিন আজ সকালে নিজ বাড়ির জানালায় ওয়াল কাটার মেশিন দিয়ে ইট কেটে সেখানে দরজা লাগানোর কাজ করছিল। ওয়াল কাটার মেশিনটি হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে পড়লে হাউস উদ্দিন গুরুতর আহত হয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান হাসপাতালে আসার আগেই হাউস উদ্দিনের মৃত্যু হয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সবুজদেশ/এসইউ