মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার সিঁড়ির ওপর থেকে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বোমা সদৃশ বস্তু ২টি উদ্ধার করা হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এসআই অতুলসহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলার রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার সিঁড়ির ওপর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা সদৃশ বস্ত উদ্ধার করেন। তবে কে বা কারা বোমা সদৃশ বস্তুগুলো রেখে গেছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।
রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়ারা খাতুন জানান, সকাল সাড়ে ৯টার দিকে তৃতীয় তলার কক্ষ খোলার জন্য সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় সিঁড়ির পাশে একটি সাদা কাগজের ওপর দুইটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গাংনী থানা পুলিশের একটি টিম এসে বোমা সদৃশ্য বস্তু দুটো উদ্ধার করে বালতির পানিতে চুবিয়ে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, তার কোনো শত্রু নাই। কারা কি উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তু দুটো রেখে গেছে তা জানা নাই। ওই ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীরাসহ এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
সবুজদেশ/এসইউ