মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশের ভেতর ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (২৫ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ এ তথ্য নিশ্চিত করে। এর আগে রোববার ভোররাত ৪টার দিকে ‘পুশ-ইন’ করানো হয় বলে জানানো হয়।
পুলিশ জানায়, আজ ভোর ৪টার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্তে কাঁটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে ভোর সাড়ে ৬টার দিকে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে পুলিশ হেফাজতে নেয়।
আটক ১৯ জনের মধ্যে ৯ জন শিশু, পাঁচ জন নারী ও পাঁচ জন পুরুষ রয়েছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ১৯ জনই নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তাদের কয়েকজনের কাছে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তারা আদৌ বাংলাদেশি কি-না তা নিশ্চিত হতে যাচাই বাছাই চলছে।
সবুজদেশ/এসইউ