ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৭ জনকে হস্তান্তর করল বিএসএফ

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে।

 

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশে ঠেলে পাঠানো ওই ১৭ জনকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে পরিচয় দিয়েছে বিএসএফ। শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই ১৭ জনকে হস্তান্তর করা হয়।

এদিন বিকেল সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গায়-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ১০৫ এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমার এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হ্নদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধরমেন্দ্রদাহ নেতৃত্ব দেন।

পতাকা বৈঠকে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ জনকে বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৪ জন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৭ জনকে থানায় হস্তান্তর করেছে। বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৭ জনকে হস্তান্তর করল বিএসএফ

Update Time : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

 

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশে ঠেলে পাঠানো ওই ১৭ জনকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে পরিচয় দিয়েছে বিএসএফ। শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই ১৭ জনকে হস্তান্তর করা হয়।

এদিন বিকেল সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গায়-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ১০৫ এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমার এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হ্নদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধরমেন্দ্রদাহ নেতৃত্ব দেন।

পতাকা বৈঠকে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ জনকে বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৪ জন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৭ জনকে থানায় হস্তান্তর করেছে। বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

সবুজদেশ/এসইউ