মেয়রের করা মামলায় সাংবাদিক গ্রেফতার
খুলনাঃ
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়ের করা মামলায় তাকে মঙ্গলবার রাতে নগরীর নূরনগর এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, মেয়রকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছিলেন আবু তৈয়ব। এমন অভিযোগ এনে মঙ্গলবার তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়র তালুকদার আব্দুল খালেক মামলা করেন। এ মামলায় রাত ১০টার দিকে নগরীর নূরনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সবুজদেশ/এস ইউ