ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় পাথরবোঝাই লাইটার জাহাজডুবি : ১০ নাবিক জীবিত উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ১৮২ বার পড়া হয়েছে।

মোংলায় পাথরবোঝাই লাইটার জাহাজডুবি হয়েছে। - ছবি : সংগৃহীত

মোংলাঃ

খুলনার মোংলা বন্দরের দুবলার চরে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে পাথরবোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার ভোর রাতে বন্দরের দুবলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার দুপুরে পশুর নদীতে ‘এমভি দেশ বন্ধু’ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনো উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাসানুজ্জামান জানান, মোংলা বন্দরের বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি বিউটি লোহাগড়া-২’ লাইটার জাহাজটি।

পথিমধ্যে ভোর রাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এ সময় খবর পেয়ে জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে দুবলাচর ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা।

সূত্র : ইউএনবি

Tag :

মোংলায় পাথরবোঝাই লাইটার জাহাজডুবি : ১০ নাবিক জীবিত উদ্ধার

Update Time : ০৮:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১

মোংলাঃ

খুলনার মোংলা বন্দরের দুবলার চরে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে পাথরবোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার ভোর রাতে বন্দরের দুবলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার দুপুরে পশুর নদীতে ‘এমভি দেশ বন্ধু’ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনো উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাসানুজ্জামান জানান, মোংলা বন্দরের বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি বিউটি লোহাগড়া-২’ লাইটার জাহাজটি।

পথিমধ্যে ভোর রাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এ সময় খবর পেয়ে জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে দুবলাচর ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা।

সূত্র : ইউএনবি