মোচিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি রিংকু, সম্পাদক জাহিদ
উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন। এ নির্বাচনে ৩৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতিকের শফিকুর রহমান ও সাধারণ সম্পদক পদে ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খেজুর গাছ প্রতিকের জাহিদুল ইসলাম। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর রাত ৭টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এছাড়াও এই নির্বাচনে সহ-সভাপতি পদে মোটরগাড়ী প্রতিকের শাহার আলী ৩২০ ভোট ও মোরগ প্রতিকের সাহেদ আলী ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মাছ প্রতিকের কামরুজ্জামান ৩১১ ভোট ও গোল্ডকাপ প্রতিকের মো: মিলন বিশ্বাস ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতিকের মো: এমরান হোসেন ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে আম প্রতিকের এ.এম নাজমুস শাকির ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক পদে হরিণ প্রতিকের সাইফুল ইসলাম ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রচার সম্পাদক পদে কলস প্রতিকের মো: জাহিদুল ইসলাম ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যাট প্রতিকের তরিকুল ইসলাম ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে মিলের হাউজ ও বিদ্যুৎ বিভাগে সদস্য পদে রিয়াজ উদ্দিন ও ওয়ার্কসপ ও বয়লিং হাউজের সদস্য পদে ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ পদের বিপরীতে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সাধারণ পদে ২ পদের বিপরীতে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১২ জন সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস জানান, সুষ্ঠু ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
সবুজদেশ/এসএএস