ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোদির সফর বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল

Reporter Name

যশোর প্রতিনিধিঃ

ভারতের মুসলমান হত্যা এবং মুজিববর্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা। (৬ মার্চ) শুক্রবার বিকালে জেলা শাখার সভাপতি মিয়া মো. আব্দুল হালিমের নেতৃত্বে শহরের ভৈরব চত্বর থেকে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

এসময় তিনি বলেন, দিল্লীতে সহিংসতা ছড়িয়ে পড়ার দুই সপ্তাহ অতিবাহিত হতে চললেও বহু পরিবার তাদের নিখোজ সদস্যদের আজও খোজ পায়নি। মর্গেও তাদের লাশ মেলেনী। ভারতের অসংখ্যা মানুষ পুলিশে ফোন করলেও সাড়া দেয়নি। নিহতদের অধিকাংশই মুসলিম। সম্প্রতি ভারতের মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় দেশটির রাজধানী দিল্লীতে বহু মুসলামান শহীদ করা হয়েছে। মসজিদ ভেঙ্গে তাতে গেরুয়া পতাকা উড়িয়েছে। মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। ভারতের এন আর সির নামে লক্ষ লক্ষ মুসলমানকে বাস্তহারা করার অপকৌশল বাস্তবায়িত হচ্ছে। তারই সূত্র ধরে ভারত থেকে মুসলিম নিধনের অংশ হিসাবে মুসলমানদের উপর হামলা ও গণহত্যা এটি আন্তজার্তিক মুসলিম নিধনের একটি অংশ মাত্র। তাই মানবতাবাদী সকল মানুষ ও সরকারকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. শোয়াইব হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলার সহ-সভাপতি মুহফিজুল আলম খোকা, সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম মহসিন, সহ সাংগঠনিক সম্পাদক আবু জহর বিন হাফিজ, দপ্তর সম্পাদক আশিক বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল রহমান, আইন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

Tag :

About Author Information
Update Time : ০৮:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
৬৩১ Time View

মোদির সফর বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল

Update Time : ০৮:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০

যশোর প্রতিনিধিঃ

ভারতের মুসলমান হত্যা এবং মুজিববর্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা। (৬ মার্চ) শুক্রবার বিকালে জেলা শাখার সভাপতি মিয়া মো. আব্দুল হালিমের নেতৃত্বে শহরের ভৈরব চত্বর থেকে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মো. আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

এসময় তিনি বলেন, দিল্লীতে সহিংসতা ছড়িয়ে পড়ার দুই সপ্তাহ অতিবাহিত হতে চললেও বহু পরিবার তাদের নিখোজ সদস্যদের আজও খোজ পায়নি। মর্গেও তাদের লাশ মেলেনী। ভারতের অসংখ্যা মানুষ পুলিশে ফোন করলেও সাড়া দেয়নি। নিহতদের অধিকাংশই মুসলিম। সম্প্রতি ভারতের মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় দেশটির রাজধানী দিল্লীতে বহু মুসলামান শহীদ করা হয়েছে। মসজিদ ভেঙ্গে তাতে গেরুয়া পতাকা উড়িয়েছে। মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। ভারতের এন আর সির নামে লক্ষ লক্ষ মুসলমানকে বাস্তহারা করার অপকৌশল বাস্তবায়িত হচ্ছে। তারই সূত্র ধরে ভারত থেকে মুসলিম নিধনের অংশ হিসাবে মুসলমানদের উপর হামলা ও গণহত্যা এটি আন্তজার্তিক মুসলিম নিধনের একটি অংশ মাত্র। তাই মানবতাবাদী সকল মানুষ ও সরকারকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. শোয়াইব হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলার সহ-সভাপতি মুহফিজুল আলম খোকা, সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম মহসিন, সহ সাংগঠনিক সম্পাদক আবু জহর বিন হাফিজ, দপ্তর সম্পাদক আশিক বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল রহমান, আইন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।