ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মোবারকগঞ্জ চিনিকলে টেন্ডারের সিডিউল জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ

 

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের জ্বালানি কাঠ ও সাইজ কাঠ ক্রয়ের টেন্ডার সিডিউল জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা ৫০ মিনিটের দিকে মোবারকগঞ্জ চিনিকলের অফিস চত্ত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাহদীর এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী এস এম মাসুম পারভেজ।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মঙ্গলবার সকাল ১১ টা ৫০ মিনিটের দিকে মোবারকগঞ্জ সুগার মিলস এর জ্বালানি কাঠ ও সাইজ কাঠ ক্রয়ের টেন্ডার সিডিউল টেন্ডার বক্সে জমা দিতে গেলে বলিদাপাড়া এলাকার হাফিজুর রহমান জনি, সাহেব আলী ও দুলাল মুন্দিয়া এলাকার নাজমুল হোসেন বাঁধা প্রদান করে। তারা পথরোধ করে এবং মারমুখি আচরণ করে। যার কারণে তারা নির্দিষ্ট সময়ের ভেতরে টেন্ডার বক্সে জমা দিতে ব্যর্থ হন। পরে তারা সিডিউল ফেলার নির্দিষ্ট সময় শেষে দুপুর ১২ টা ১০ মিনিটের দিকে ছেড়ে দেয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান মাহদীর এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী এস এম মাসুম পারভেজ বলেন, উন্মুক্ত টেন্ডারে যে কেউ সিডিউল ফেলতে পারে। কিন্তু এভাবে বাঁধা দেওয়া ঠিক না। আমরা যেন উক্ত টেন্ডারে অংশগ্রহণ করতে পারি সেই আহবান জানান তিনি।

বাঁধা প্রদানকারী হাফিজুর রহমান জনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি একজন চিনি ব্যবসায়ী।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস

Tag :

মোবারকগঞ্জ চিনিকলে টেন্ডারের সিডিউল জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ

Update Time : ০৬:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের জ্বালানি কাঠ ও সাইজ কাঠ ক্রয়ের টেন্ডার সিডিউল জমা দিতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা ৫০ মিনিটের দিকে মোবারকগঞ্জ চিনিকলের অফিস চত্ত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাহদীর এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী এস এম মাসুম পারভেজ।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মঙ্গলবার সকাল ১১ টা ৫০ মিনিটের দিকে মোবারকগঞ্জ সুগার মিলস এর জ্বালানি কাঠ ও সাইজ কাঠ ক্রয়ের টেন্ডার সিডিউল টেন্ডার বক্সে জমা দিতে গেলে বলিদাপাড়া এলাকার হাফিজুর রহমান জনি, সাহেব আলী ও দুলাল মুন্দিয়া এলাকার নাজমুল হোসেন বাঁধা প্রদান করে। তারা পথরোধ করে এবং মারমুখি আচরণ করে। যার কারণে তারা নির্দিষ্ট সময়ের ভেতরে টেন্ডার বক্সে জমা দিতে ব্যর্থ হন। পরে তারা সিডিউল ফেলার নির্দিষ্ট সময় শেষে দুপুর ১২ টা ১০ মিনিটের দিকে ছেড়ে দেয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান মাহদীর এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী এস এম মাসুম পারভেজ বলেন, উন্মুক্ত টেন্ডারে যে কেউ সিডিউল ফেলতে পারে। কিন্তু এভাবে বাঁধা দেওয়া ঠিক না। আমরা যেন উক্ত টেন্ডারে অংশগ্রহণ করতে পারি সেই আহবান জানান তিনি।

বাঁধা প্রদানকারী হাফিজুর রহমান জনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি একজন চিনি ব্যবসায়ী।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস