মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা (ভিডিও)
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী-শিক্ষকদের দুই দিন ব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
প্রাক্ত ছাত্র মাসুদ করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম,মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাবেক শিক্ষক লিয়াকত আলী, গোলাম রব্বনী প্রমুখ। এর পর একটি বণার্ঢ্য র্যালী বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিলন মেলা বা পুর্ণ মিলনীতে দুই দিন ব্যাপী নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। পুর্ণমিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বর্তমানে বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়। এছাড়াও দুই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রত্যেক ব্যাচের স্মৃতিময় বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠান শেষ হবে শনিবার সন্ধ্যায়। এবারের পুর্ণমিলনীতে ১৯৮১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ১ হাজার ৫শ শিক্ষার্থী অংশ গ্রহণ করছে।
ভিডিও দেখুন…