‘ম্যাও’ বলায় দর্শককে চড়, ‘কাইল্যা’ বলে শাস্তির মুখে
সবুজদেশ ডেস্কঃ
এমন অনেকে আছেন যাদের চোখ দেখতে কিছুটা ধূসর। তেমনই একজন হলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন।
সাব্বিরের চোখ ধূসর হওয়ায় ১০ থেকে ১২ বছরের এক কিশোর জাতীয় দলের এই ক্রিকেটারকে ‘ম্যাও’ বলে ডাকেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই কিশোরকে মাঠের সাইডস্ক্রিনের পাশে নিয়ে দুই হাতে চড়-থাপ্পড় দেন সাব্বির।
২০১৭ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে জাতীয় লিগের শেষ রাউন্ডের খেলায় এমন বিতর্কিত ঘটনাটি ঘটে।
চার বছরের ব্যবধানে আবারো সেই বিতর্কিত ঘটনায় খবরে এলেন জাতীয় দল থেকে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ পড়ে যাওয়া এই তারকা অলরাউন্ডার।
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। এই ম্যাচ চলাকালীন শেখ জামালের খেলোয়াড় ইলিয়াস সানিকে ইট ছুড়ে মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে- কাইল্যা, কাইল্যা বলে হেয় করেন সাব্বির।
সাব্বিরের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর লিখিত অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ।