ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে আরও ২০ জনের করোনা জয়

Reporter Name

যশোর :

যশোরে এক দিনে দুই চিকিৎসক ও ৫ জন স্বাস্থ্যকর্মীসহ আরো ২০ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন। দু’দফায় নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় (১১ মে) সোমবার বিকালে তাদের ছাড়পত্র দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সুস্থ হওয়া ব্যক্তিদের জেলা সিভিল সার্জন নিজে ফুল, ফল এবং ছাড়পত্র হাতে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এ নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বমোট ২৫ জনকে ছাড়পত্র দিয়েছে। তাদের বাড়ি থেকে লকডাউন তুলে নিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন সূত্রে জানাগেছে, যশোরে জেলায় ২০ জন করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা নির্দিষ্ট সময় পরে দুইবার করে ল্যাবে পরীক্ষা শেষে নেগেটিভ আসায় জেলা স্বাস্থ্য বিভাগ ছাড়পত্র প্রদান করেন। এর মধ্যে দুই চিকিৎসক, ৩ জন সেবিকা, ৫ জন স্বাস্থ্যকর্মী ও ১জন সাংবাদিক রয়েছেন।

ছাড়পত্র পাওয়ারা হলেন, যশোর শহরের পোস্টঅফিস পাড়া এলাকার সাংবাদিক সিদ্দিক হোসেন (৬২) ও অপর একজন নূর ই আলম (৫৬)। মণিরামপুর উপজেলা থেকে স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়েছেন প্রতিষ্ঠানের ডা. জাহিদুর রহমান, ডা. প্রদীপ চৌধুরী, স্বাস্থ্য সহকারী ওয়াহেদুজ্জামান, স্বাস্থ্যকর্মী সনজিৎ কুমার আশিকুর রহমান, ল্যাব টেকনিশিয়ান নাজমুল করিম। সাধারণ মানুষের মধ্যে বকুল (২২), ফিরোজ আলম রিপন (৩৮), আমিরুল ইসলাম (৫৩) এবং মনছুর হোসেন (৪০)।

চৌগাছা উপজেলায় ছাড়পত্র পাওয়ারা হলেন, সিনিয়র স্টাফ নার্স রোকেয়া পারভীন, হাফিজা পারভীন ও শিমুল আক্তার। বাঘারপাড়া উপজেলা থেকে আব্দুল মান্নান (২৫), ঝিকরগাছা উপজেলা থেকে শামছুর রহমান (৬০), শার্শা থেকে জাহাঙ্গীর হোসেন এবং যশোর চিকিৎসাধীন চুয়াডাঙ্গা জীবন নগর থেকে শারমীন বেগমকে (৬০) ছাড়পত্র দিয়ে বাড়ি থেকে লকডাউন তুলে নেওয়া হয়।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, আক্রান্তরা সুস্থ হয়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী সোমবার আনুষ্ঠানিক ২০ জনকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই সাথে তাদের বাড়ি লকডাউন উঠিয়ে নিয়ে স্ব স্ব কর্মস্থালে যোগদান করার অনুমতিও দেওয়া হয়েছে।

About Author Information
আপডেট সময় : ১১:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
২৩৯ Time View

যশোরে আরও ২০ জনের করোনা জয়

আপডেট সময় : ১১:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০

যশোর :

যশোরে এক দিনে দুই চিকিৎসক ও ৫ জন স্বাস্থ্যকর্মীসহ আরো ২০ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন। দু’দফায় নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় (১১ মে) সোমবার বিকালে তাদের ছাড়পত্র দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সুস্থ হওয়া ব্যক্তিদের জেলা সিভিল সার্জন নিজে ফুল, ফল এবং ছাড়পত্র হাতে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এ নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বমোট ২৫ জনকে ছাড়পত্র দিয়েছে। তাদের বাড়ি থেকে লকডাউন তুলে নিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন সূত্রে জানাগেছে, যশোরে জেলায় ২০ জন করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা নির্দিষ্ট সময় পরে দুইবার করে ল্যাবে পরীক্ষা শেষে নেগেটিভ আসায় জেলা স্বাস্থ্য বিভাগ ছাড়পত্র প্রদান করেন। এর মধ্যে দুই চিকিৎসক, ৩ জন সেবিকা, ৫ জন স্বাস্থ্যকর্মী ও ১জন সাংবাদিক রয়েছেন।

ছাড়পত্র পাওয়ারা হলেন, যশোর শহরের পোস্টঅফিস পাড়া এলাকার সাংবাদিক সিদ্দিক হোসেন (৬২) ও অপর একজন নূর ই আলম (৫৬)। মণিরামপুর উপজেলা থেকে স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়েছেন প্রতিষ্ঠানের ডা. জাহিদুর রহমান, ডা. প্রদীপ চৌধুরী, স্বাস্থ্য সহকারী ওয়াহেদুজ্জামান, স্বাস্থ্যকর্মী সনজিৎ কুমার আশিকুর রহমান, ল্যাব টেকনিশিয়ান নাজমুল করিম। সাধারণ মানুষের মধ্যে বকুল (২২), ফিরোজ আলম রিপন (৩৮), আমিরুল ইসলাম (৫৩) এবং মনছুর হোসেন (৪০)।

চৌগাছা উপজেলায় ছাড়পত্র পাওয়ারা হলেন, সিনিয়র স্টাফ নার্স রোকেয়া পারভীন, হাফিজা পারভীন ও শিমুল আক্তার। বাঘারপাড়া উপজেলা থেকে আব্দুল মান্নান (২৫), ঝিকরগাছা উপজেলা থেকে শামছুর রহমান (৬০), শার্শা থেকে জাহাঙ্গীর হোসেন এবং যশোর চিকিৎসাধীন চুয়াডাঙ্গা জীবন নগর থেকে শারমীন বেগমকে (৬০) ছাড়পত্র দিয়ে বাড়ি থেকে লকডাউন তুলে নেওয়া হয়।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, আক্রান্তরা সুস্থ হয়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী সোমবার আনুষ্ঠানিক ২০ জনকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই সাথে তাদের বাড়ি লকডাউন উঠিয়ে নিয়ে স্ব স্ব কর্মস্থালে যোগদান করার অনুমতিও দেওয়া হয়েছে।